শ্রীনগর, ১৬ অক্টোবর (হি.স.): সাজাদ লোনের জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সে যোগ দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী আব্দুল রহিম রাঠেরের ছেলে হিলাল আহমেদ রাঠের। শনিবার শ্রীনগরে সাজাদ লোনের উপস্থিতিতেই জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সে যোগ দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা আব্দুলের ছেলে হিলাল আহমেদ রাঠের। পিপলস কনফারেন্সে হিলাল আহমেদ যোগ দেওয়ায় খুশি ব্যক্ত করেছেন সাজাদ।
এদিন সাজাদ লোনে বলেন, “কোনও বিভ্রান্তি যেন না থাকে… এমন অনেকেই আছেন যারা বাস্তবতাকে বিদ্যমান হিসেবে দেখতে অস্বীকার করেন এবং বাস্তবতা তৈরি করতে চান যেমন তাঁরা দেখতে চান।” কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সে যোগ দেবেন হিলাল আহমেদ রাঠের। শনিবার সেই গুঞ্জনই সত্যি হল।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।