কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : বাইপাস লেকটাউনগামী ব্রিজে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহী। আহত আরও এক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় বাইকটি। বাইক থেকে ছিটকে পড়েন দুই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন তাঁরা। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শচীন ওঝাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরোহীর নাম দেবাঞ্জন পাল। তিনিও দমদমের বাসিন্দা। আশঙ্কারজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। শচীন ওঝার বাড়ি ভদ্রেশ্বর থানা এলাকায়। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।