চিন্তা বাড়াচ্ছে করোনা-সংক্ৰমণ ও মৃত্যু, সুস্থতাও বাড়ছে রাশিয়ায়

মস্কো, ১৪ অক্টোবর (হি.স.): আগের দিন ছিল ৯৮৪, পরবর্তী দিন রাশিয়ায় মৃত্যু হল করোনা-আক্রান্ত ৯৮৬ জন রোগীর। বিগত ২৪ ঘন্টায় রাশিয়ায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৯৮৬ জন রোগীর, এই সংখ্যা যুক্ত হওয়ার পর রাশিয়ায় এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ২২০,৩১৫ জন।

মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেড়েছে রাশিয়ায়। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১,২৯৯ জন। ফলে রাশিয়ায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,৮৯২,৯৮০। ইতিমধ্যেই রাশিয়ায় করোনার থেকে সেরে উঠেছেন ৬,৯৩৭,৭৫৬ জন।