২১২-দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগী, টানা ৪৩ দিন ৩-শতাংশের নিচে সংক্রমণের হার

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): ভারতে বিগত কিছু দিন ধরে লাগাতার কমছে করোনা-সংক্রমণের হার। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন, বিগত ২২৪ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক আক্রান্তের সংখ্যা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৮.০৪ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,১৪,৯০০ জন, বর্তমানে সক্রিয় রোগীর হার ০.৬৩ শতাংশ, ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। এছাড়াও ২১২-দিনের মধ্যে দেশে এই মুহূর্তে সর্বনিম্ন সক্রিয় রোগী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে এখন সাপ্তাহিক সংক্রমণের হার ১.৪৮ শতাংশ, টানা ১০৯ দিন ৩০ শতাংশের নীচে। দৈনিক সংক্রমণের হার ১.২১ শতাংশ, ৪৩ দিন ধরে ৩ শতাংশের নীচে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এযাবৎ ৯৭-কোটির বেশি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ০৪৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *