সিউড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৩ কিশোর, উত্তেজনা এলাকায়

সিউড়ি, ১১ অক্টোবর (হি. স.) : বীরভূমের সিউড়িতে সোমবার মহাষষ্ঠীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩ কিশোর।এদিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তিন কিশোরের।ঘটনার পরই পলাতক ট্রাক চালক। ট্রাকচালককে গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিউড়ি-আমোদপুর রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাঁদের শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি-সহ পুলিশ বাহিনী।
জানা গেছে, সিউড়ি-আমোদপুর রাস্তায় সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিল রাজেশ টুডু (১৭),মনোজ হেমব্রম (১৬) এবং রোহিত বেসরা (১৩)। তিনজনই আমোদপুরের ধোবাজল গ্রামের বাসিন্দা। এদিন সকালে মর্নিং ওয়াকে সিউড়ি-আমোদপুর রাজ্য সড়কের ধার দিয়ে যাচ্ছিল তিনজন। আচমকাই পিছন থেকে একটি ট্রাক এসে প্রথমে রোহিতকে ধাক্কা দেয়। ট্রাকটি পুরন্দরপুর থেকে আমোদপুরের দিকে যাচ্ছিল। রোহিতকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পালাতে গিয়ে একে একে মনোজ এবং রাজেশ টুডুকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। একজনকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন সাতসকালে তিন কিশোরের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে আমোদপুরের ধোবাজল এলাকা। সিউড়ি-আমোদপুর রাস্তা অবরোধ শুরু করেন এলাকাবাসী। প্রথমে আমোদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় তারা। এরপর ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। বিক্ষোভকারীদের দাবি, ঘাতক ট্রাকচালককে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।