নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): দেখতে দেখতে ২৮ বছরে পা দিতে চলছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। ওই দিন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।
মানবাধিকার সুরক্ষা আইন (১৯৯৩, ১২ অক্টোবর) ও মানবাধিকার প্রচার ও সুরক্ষার অধীনে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2021-10-11

