Field were destroyed due to enmity : শত্রুতার জেরে নষ্ট করা হল ক্ষেতের ফসল, চাষীর অভিযোগে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পূর্ব শত্রুতার জেরে কৃষকের উৎপাদিত ফসল কেটে নষ্ট করল দুষৃকতীরা৷ ঘটনা বামুটিয়ার নোয়াগাঁও এলাকার ব্রাহ্মণ পুষ্করিণী এলাকায়৷ কৃষক শান্তি নমঃ জানান এই ঘটনায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে৷কিছুদিন আগে নোয়াগাঁও এলাকায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কালাপানিয়া নোয়াগাঁও এবং ব্রাহ্মণ পুষ্করনী এলাকা মানুষের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ঘটে ছিল৷ যদিও পরবর্তী সময়ে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়৷


কিন্তু বৃহস্পতিবার কালাপানিয়ার নিবাসী শান্তি নমঃ র ছিম ক্ষেত কেটে নষ্ট করে দেয় দুষৃকতীরা৷ প্রায় দেড় কানি জমিতে এই ফসল৷ সবেমাত্র ফুল আসা শুরু হয়েছিল৷ এই জমিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান শান্তি নমঃ৷ পাঁচজনের পরিবারে সারা বছরের আয়ের উৎস এই ফসল৷ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উৎপাদিত ফসল বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল৷ কিন্তু দুষৃকতীদের আক্রমণে গোটা পরিবার আজ না খেয়ে মরার উপক্রম বলে জানান কৃষক শান্তি নমঃ৷ এ বিষয়ে লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া আউটপোস্ট অভিযোগ দায়ের করে শান্তি নমঃ৷

এলাকার মানুষ কথা বলেন এসডিপিও ডঃ কমলবিকাশ মজুমদারের সাথে৷ ইতিমধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ মোট চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হলো খোকন সরকার, কৃষ্ণধন নমঃ, ববি গোয়ালা, ও মরণ দেবনাথ৷ স্থানীয়দের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করোক পুলিশ৷ তবে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে কৃষকের এই দাবিকে মান্যতা দিচ্ছে স্থানীয় জনগণ৷ যার ফলে এই সমস্যা যাতে আরও বৃদ্ধি না হয় তার জন্য পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের৷