Rescue of decorated children in Shantirbazar : শান্তিরবাজারে সজ্যোজাত শিশু উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ অক্টোবর৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বিকর্ন বৈদ্য পাড়া থেকে উদ্ধার এক সদ্যজাত শিশু৷ ঘটনার বিবরনে জানাযায় রবিবার সকালবেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বিকর্ন বৈদ্য পাড়ায় রাস্তার পাশে এক সদ্যজাত কন্যা শিশুসন্তানকে পরেথাকতে দেখে এলাকাবাসী৷


তৎক্ষনাৎ এলাকাবাসী সদ্যজাত শিশুটিকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতলে প্রেরন করে৷ সদ্যজাত শিশুকে রাস্তার পাশে পাওয়ার কথা জানতেপেরে বিলোনিয়া থেকে চাইল্ড লাইনের কর্মিবৃন্দরা শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে আসে৷ এই বিষয়ে চাইল্ড লাইনের কর্মীরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়েজানান উনারা অনুমানকরছে শিশুটিকে গতকাল রাতে কে বা কাহারা রাস্তার পাশে রেখেগেছে৷ সারারাতব্যাপী শিশুটি রাস্তায় পরেথাকায় শিশুটির শরীরে ক্ষত বিক্ষত হয়েগেছে৷ তাই চিকিৎসারজন্য শিশুটিকে শান্তির বাজার জেলাহাসপাতালে রাখাহয়েছে৷ শিশুটির সঠিকভাবে চিকিৎসার পর সমস্ত নির্দেশিকা মেনে শিশুটিকে শিশুগৃহে দেওয়াহবে বলে জানান চাইল্ড লাইনের কতৃপক্ষ৷