বিশ্বের সেরা সামুদ্রিক বাহিনীর মধ্যে অনন্য স্থানের অধিকারী উপকূলরক্ষী বাহিনী : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): বিশ্বের সেরা সামুদ্রিক বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ ও অনন্য স্থান অধিকার করে রয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার সকালে দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজিত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিষেক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “৪-৬টি বোট দিয়ে শুরু হয়েছিল, বর্তমানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে ১৫০টিরও বেশি জাহাজ, ৬৬টি এয়ারক্রাফট রয়েছে।”

রাজনাথ বলেছেন, “বিশ্বের সেরা সামুদ্রিক বাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও অনন্য স্থান অধিকার করে রয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।” এদিন দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে আয়োজিত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিষেক অনুষ্ঠানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদের বীরত্ব ও উৎকর্যসম্পন্ন পুরস্কার প্রদান করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *