নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৮৯ তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, নানা সময়ে এবং শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা। শুক্রবার ভারতীয় বায়ুসেনার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ুসেনা দিবস হিসেবে পালিত হয়।
এদিন সকালে টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “বায়ুসেনা দিবসে বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। ভারতীয় বায়ুসেনার জন্য দেশ গর্বিত। নানা সময়ে এবং শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা। আমি নিশ্চিত শ্রেষ্ঠত্বের মান এভাবেই বজায় রাখবে ভারতীয় বায়ুসেনা।” প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

