নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে সংঘর্ষ। ঘটনা গড়ালো হাসপাতাল পর্যন্ত। এই ঘটনা মঙ্গলবার রাতে চম্পাহাওড় থানাধীন নবঞ্জয়কামী এলাকায়। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে দুই জামাতার মধ্যে ঘটলো রক্তক্ষয়ী সংঘর্ষ।ঘটনার বিস্তারিত বিবরনে জানা যায়, নবঞ্জয়কামী এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার দুই জামাতা উনার বাড়িতে বেড়াতে আসে। তখন রাজেন্দ্র দেববর্মার মেয়ে গীতারানি দেববর্মার স্বামী অজিত দেববর্মা মঙ্গলবার দিনভর আকন্ঠ মদ্যপান করে স্ত্রী গীতারানি দেববর্মাকে মারধোর করতে আসে।
তখন গীতারানি দেববর্মার ভগ্নিপতি তথা রাজেন্দ্র দেববর্মার মেজ জামাতা হীরন কুমার দেববর্মা অজিত দেববর্মাকে বাঁধা দিতে গেলে অজিত হীরণকুমারের উপর চড়াও হয়। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি।একপর্যায়ে অজিত হীরন কুমারের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয় মেজ জামাতা হীরন কুমার। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, প্রায়শই অজিত মদ্যপান করে গীতারানি দেববর্মাকে মারধর করতো। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এলে হীরন কুমার’কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন কর্তব্যরত চিকিৎসক।পরিবার সূত্রে জানা গেছে, অজিত দেববর্মার বিরুদ্ধে চম্পাহাওর থানায় মামলা করা হবে।