Road has been in disrepair : উদয়পুর বড়টিলা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। গোমতী জেলার উদয়পুরের উদয়পুর বড়টিলা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানালেও প্রশাসনের কর্মকর্তাদের কর্ণপাত হচ্ছে না। তাতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ এবং যানবাহনের চালকরা। দীর্ঘ আট থেকে দশ বছর হয়েছে উদয়পুর -বড়টিলা রাস্তার বেহাল অবস্থা।উদয়পুর পুরানো মোটর স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৪০থেকে ৫০ টি অটো উদয়পুর বড়টিলা হয়ে পিএা,কিল্লা, নিত্যবাজার,ফোঁটামাটি যাতায়াত করে যাএী নিয়ে।আবার এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল করে।কিন্তু রাস্তা খারাপের ফলে বড় গাড়ি আর যাতায়াত করতে চাইছে না।

ছোট অটো গাড়িও রাস্তা খারাপের জন্য যেতে চায় না।যে কয়েকটা গাড়ি যাতায়াত করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেবার অভিযোগ শোনা যায় যাত্রীদের কাছ থেকে।এদিকে গাড়ি চালকদের অভিযোগ রাস্তা খারাপের জন্য তাদের গাড়ি চালাতে ইচ্ছা করে না।কারণ হিসাবে বলেন, প্রতিদিন গাড়ি চালিয়ে যে টাকা উপার্জন করেন তার থেকে বেশি খরচ হচ্ছে গাড়ি মেরামতের জন্য।দিনে রাতে এলাকার কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়।অপর দিকে গর্ভবতী মায়েদের মহকুমা হাসপাতালে কিংবা গোমতী জেলা হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়। রাস্তা মেরামতের জন্য বহুবার পঞ্চায়েত ও পূর্ত দপ্তর কে জানিয়েও কোন কাজ হচ্ছে না। এদিকে রাস্তা নির্মাণ করার দাবিতে বহুবার অতীতে এলাকার জনগণ থেকে শুরু করে গাড়ি চালকরা রাস্তা অবরোধ করেছিলেন। অবরোধ স্থলে এসে প্রতিবারেই প্রশাসন থেকে বলে গেছে ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হবে। তবে আজও রাস্তা মেরামত হয়নি। দাবি উঠেছে রাস্তা মেরামত করার। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তা মেরামত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *