নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। বিশালগড় মহকুমা হাসপাতালের ইমারজেন্সি চেম্বারে চিকিৎসক না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে রোগীদের। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষবা নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু করেছে।ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল ৭ নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে জাঙ্গালিয়া এলাকা থেকে ৭০ বছরের একজন বৃদ্ধা মহিলা ডাক্তার দেখাতে আসেন।
কিন্তু প্রায় এক ঘন্টা যাবৎ ইমারজেন্সি চেম্বারে চিকিৎসার জন্য বসে থাকেন অসুস্থ মহিলা কিন্তু দেখা মেলেনি কর্তব্যরত চিকিৎসকের। কয়েকবার বেসরকারি নিরাপত্তাকর্মীরা হাসপাতালের উপরের দুই তলায় খবর পাঠালেও কোনো মতেই উপর থেকে নেমে আসেনি চান নি চিকিৎসকরা। জানা যায়, চিকিৎসক ছিলেন তানমিস্টা চৌধুরী ও অনু সাহা ।হাসপাতাল সূত্রে জানা যায় তানমিস্টা চৌধুরী ও অনু সাহা হাসপাতালের কর্তব্যরত ডিউটি অবস্থায় প্রতিনিয়ত হাসপাতালের দোতালায় মোবাইল নিয়ে বসে থাকেন। আরো জানা যায়, রাত্রিবেলায় নাইট ডিউটি যদি পড়ে রাত্রি দশটার পর থেকে ওই চিকিৎসককে দেখা মিলেনা দুতলায় উপরে আনন্দ উল্লাসে মেতে ওঠে এই ডাক্তাররা। বুধবার ক্ষিপ্ত হয়ে রোগী বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়। বিশালগড় মহকুমা হাসপাতালের দায়িত্বে থাকা এসডিএমও জ্যোতির্ময় দাসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।