Mungiakami railway station is full of jungles : দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলায় মুঙ্গিয়াকামি রেলস্টেশন জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলায় মুঙ্গিয়াকামি রেলস্টেশন জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই রেল স্টেশনটি সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। তাতে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। রেল দপ্তরের কর্মীদের উদাসীনতায় একটি রেল স্টেশন বর্তমানে জঙ্গলাকীর্ণ অবস্থায় বিদ্যমান। অথচ এই রেল স্টেশনে যাত্রীবাহী ধর্মনগর আগরতলা গামী রেল থামে, যাত্রীরাও রেলে ওঠা-নামা করে । ঘটনা মুঙ্গিয়াকামী রেল স্টেশন চত্বর। কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রচেষ্টায় রাজ্যে যাত্রীবাহী রেল চলাচল বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে।

যা রাজ্যবাসীর জন্য যাতায়াতের ক্ষেত্রে এক নতুন মাত্রা এনে দিয়েছে। রাজ্যের ধর্মনগর আগরতলাগামী রেল চলাচল করছে নিত্যদিন। এছাড়াও বহি রাজ্যের ক্ষেত্রে যাতায়াতের জন্য দেওধর এক্সপ্রেস, রাজধানী, কাঞ্চনজঙ্ঘা, তেজশ এক্সপ্রেস রেল চলাচল করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। রাজ্যে অহরহ ভাবে রেল চলাচল পরিষেবা চালু থাকলেও রেলস্টেশন কর্মীদের উদাসীনতায় এবং বদান্যতার কারণে স্টেশন চত্বর বর্তমানে জঙ্গলাকীর্ণ। এমন বাস্তব চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী রেলস্টেশনে পা রেখে। রেল স্টেশন চত্বর জঙ্গলাকীর্ণ। এ ব্যাপারে এক রেল কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খুলতে নারাজ। তবে নিঃসন্দেহে বলা চলে রেল স্টেশন কর্তৃপক্ষ এবং রেলের কাজে নিযুক্ত কর্মীদের বদান্যতায় মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বর জঙ্গলাকীর্ণ। স্টেশন চত্বরে জলের জন্য ট্যাংক থাকলেও সংস্কার করার অভাবে জলের ট্যাংক বর্তমানে অকেজো। জল ট্যাংক ঝোপ জঙ্গলের ছয়লাপ।