Expired saline is given to the housewife : সন্তান প্রসব করার পর গৃহবধূকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা হাসপাতালে সন্তান প্রসব করার পর এক গৃহবধূকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।গত কিছুদিন আগে সাব্রুমবাসীর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করেছিলেন সাব্রুম আমূল পরিবর্তন আনার জন্য সাব্রুম মহকুমা হাসপাতাল। হাসপাতাল নির্মাণ হয়েছে ঠিকই, নেই কোন অভিজ্ঞ চিকিৎসক কিংবা নার্স। মঙ্গলবার চিকিৎসক ও নার্স-এর গাফিলতির কারণে সদ্যজাত শিশুর মাকে দেওয়া হল মেয়াদোত্তীর্ণ স্যালাইন।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা১১ টায় ভুরাতলি এলাকা থেকে সম্পা মালাকার নামে সন্তান সম্ভবা এক গৃহবধূকে সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হয়। সাবরুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ভুরাতলী এলাকার বাসিন্দা চম্পা মালাকার নামে ওই মহিলাকে সাবরুম মহকুমা হাসপাতালে ভর্তি রাখে। পরবর্তী সময়ে ওই গৃহবধূ মঙ্গলবার রাত ৭টা৪০নাগাদ এক পুত্র সন্তানের জন্ম দেয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সাবরুম মহকুমা হাসপাতালে ওই গৃহবধূকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেয় নার্সরা ।

নার্সরা ওই গৃহবধূকে স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যায়। কিন্তু পরবর্তী সময়ে বাড়ির লোকজন দেখতে পায় গৃহবধূকে যে স্যালাইন দেওয়া হয়েছে ওই স্যালাইন এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাবরুম মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয় স্বজন ঘটনাটি জানায় কর্তব্যরত চিকিৎসক নার্সদের। পরবর্তী সময়ে এ ঘটনা নিয়ে রোগীর পরিবার পরিজন ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নার্সদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় ‌।সাবরুম মহকুমা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাদের পরিবারের লোকজন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।