Rickshaw puller was rescued : সাতসকালে রক্তাক্ত অবস্থায় আভাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে এক রিকশা চালককে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। বুধবার সাতসকালে রক্তাক্ত অবস্থায় আভাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে এক রিকশা চালককে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে কমলপুরের আবহাওয়া রাস্তার পাশ থেকে এক রিক্সা চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা যায় বুধবার সাতসকালে প্রাতঃভ্রমণকারিরা দেখতে পায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আভাঙ্গা রাস্তার পাশে ।সঙ্গে সঙ্গে সালেমা দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ।দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীনওই রিকশাচালক। জানা যায় তার নাম ভরত হালাম। তার বাড়ি জামথুং বংবাড়ি এলাকায়। কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।