Spot round for college admission : কলেজে ভর্তির জন্য স্পট রাউন্ডে ১১৪০৮টি আবেদন জমা পড়েছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ৫ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ২২টি ডিগ্রী কলেজে ভর্তির জন্য স্পট রাউন্ডে ১১৪০৮টি আবেদন জমা পড়েছে। আগামীকাল মেধা তালিকা প্রকাশিত হবে। তবে, ইতিপূর্বে কলেজে ভর্তি হয়েছেন, অথচ পছন্দ মতো সাবজেক্ট এবং কলেজ না পাওয়ায় যারা পুণরায় আবেদন করেছেন তাদের নাম ওই তালিকা থেকে বাদ যাবে।


এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় সাধারণ ডিগ্রী কলেজে ভর্তির জন্য এক জনও বাদ যাবে না। সকলে ভর্তির সুযোগ পাবে। তিনি বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ২২টি ডিগ্রী কলেজে তিন রাউন্ডে ১৪৬২৫ জন ভর্তি হয়েছেন। অথচ শিক্ষা দফতর ২২১৮৩ জন ভর্তির জন্য বরাদ্দ করেছিল।


তিনি বলেন, অনেকে এখনো কলেজে ভর্তি হতে পারেননি। তাই, স্পট রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, ৪ ও ৫ অক্টোবর ত্রিপুরায় সমস্ত সাধারণ ডিগ্রী কলেজে স্পট রাউন্ড হয়েছে। তাতে, ভর্তির জন্য ১১৪০৮টি আবেদন জমা পড়েছে। আগামীকাল মেধা তালিকা প্রকাশিত হবে। ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।


তাঁর কথায়, এখনো কোন কলেজে ভর্তির সুযোগ পাননি এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, স্পট রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজ কিংবা সাবজেক্ট পরিবর্তন করতে পারবে ছাত্রছাত্রীরা।