কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায়।
দক্ষিণবঙ্গে সে অর্থে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। মুর্শিদাবাদ, বীরভূমে দু’ এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের। সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
2021-10-05