তাপমাত্রা ও স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারে জয়, চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

স্টকহোম, ৪ অক্টোবর (হি.স.): ফিজিওলজি অথবা চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপুসিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরষ্কার পেলেন তাঁরা। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছে। এবার নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন তাঁরা।

করোনা-মহামারির কারণে গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতবারের মতো সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নোবেল পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্প্রচার করেছে নোবেল ফাউন্ডেশন। বিজয়ীদের প্রাপ্ত পদক পৌঁছে যাবে তাঁরা যে সব দেশের নাগরিক, সে সমস্ত দেশের কূটনীতিকদের কাছে।

প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি— এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁদের পুরষ্কার প্রদান করে সুইডেনের নোবেল ফাউন্ডেশন। সোমবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০২১ সালের নোবেল পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার পদার্থে, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতি বিজ্ঞানে এবারের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *