শিলিগুড়ি, ৪ অক্টোবর (হি. স.) : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল অক্সিজেন প্ল্যান্ট। সোমবার অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি (জনস্বাস্থ্য) ডাঃ সুশান্ত রায়।
এদিন ওএসডি সুশান্ত রায় জানান, এদিন উত্তরবঙ্গ মেডিকেলে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হল। এই প্ল্যান্ট রোগীদের প্রয়োজনে লাগবে। প্রতি মিনিটে ২০০০ লিটার অক্সিজেন উৎপাদন হবে। এদিন উদ্বোধনে ওএসডি ছাড়াও উপস্থিত ছিলেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য ডাঃ সুহৃতা পাল, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা, হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক সহ আরও অনেকে
2021-10-04