লখনউ, ৪ অক্টোবর (হি.স) :লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুনের ধারায় মামলা করা উচিত বলে জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে লখিমপুর খেরির ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন বরুণ।
যোগীকে লেখা চিঠিতে নিহত কৃষকদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনবারের বিজেপি সাংসদ৷ তিনি লেখেন, প্রতিবাদী কৃষকদের সঙ্গে সংযম ও ধৈর্য দেখিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কেবলমাত্র গান্ধীর দেখানো পথে গণতান্ত্রিকভাবে এবং আইনের শাসনের মধ্যে থেকে সংবেদনশীলতার সঙ্গে কৃষকদের প্রতি নরম ব্যবহার করতে হবে। কিন্তু যা ঘটেছে তা হৃদয়বিদারক। ওই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে করেন বরুণ। সেই সঙ্গে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন।
2021-10-04