চেন্নাই, ৩ অক্টোবর (হি.স) : লক্ষাধিক টাকার হাওয়াই চটির মধ্যে ব্লুটুথ লাগিয়ে চলেছিল পরীক্ষায় জালিয়াতি। এবার দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে হাওয়াই চটির মধ্যে করে সোনা পাচারের সময় পাকরাও করা হল দুই ব্যক্তিকে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ত্রিচি এলাকায়। বিমানে করে যাওয়ার সময়ে হাওয়াই চটির মধ্যে করে পাচার করা হচ্ছিল সোনা। চটির সোলের মাঝে প্যাকেটের মধ্যে করে লুকিয়ে রাখা হয়েছিল সোনা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বায়ুসেনার গোয়েন্দারা। তখনই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়।
শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনার বাজারদর ২৮ লক্ষ ৬৭ হাজার টাকা। দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে ওই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে।