Woman committed suicide : মধুপুরে ফাঁসিতে আত্মঘাতী মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ আরও এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা৷ এবারে মধুপুর থানার অধীন অরবিন্দনগর গ্রামে৷ মৃতার নাম সূর্যবান বেগম৷ তিনি নিজ বাড়িতেই ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷


সংবাদ সূত্রে, জানা গিয়েছে ওই মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন৷ ৪৫ বছর বয়সী ও মহিলা শনিবার সাকল পাঁচটা নাগাদ নিজের ঘরেই দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ যদিও পরিবারের লোকজন ফাঁসি থেকে মহিলাকে নামিয় বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই মহিলাকে হাসপাতলে মৃত অবস্থায় নেয়া হয়েছে৷ পুলিশ একডিট অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *