Sachin Devvarman was a uniquely cultured man : শচীন দেববর্মন ছিলেন এক অনন্য সংসৃকতিমনা মানুষ : তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন এটা যে তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুশান্ত চৌধুরী৷কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংসৃকতিমন্ত্রী সুশান্ত চৌধুরী৷

অনুষ্ঠানে শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য সংসৃকতি মন্ত্রী বলেন কুমার শচীন দেব বর্মন ছিলেন এক অনন্য সংসৃকতিমনা মানুষ৷ পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে এবং সংসৃকতি থাকবে ততদিন আমাদের মনে শচীন দেব বর্মন চিরভাস্বর হয়ে থাকবেন৷ ভবিষ্যৎ প্রজন্মকে শচীন দেব বর্মনের আদর্শ ও চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে তিনি সংসৃকতিপ্রিয় সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান৷ রাজ্যে সংসৃকতির বিকাশ ত্বরান্বিত করার ওপরও তথ্য সংসৃকতি মন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন৷ তিনি বলেন রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে৷ এজন্য ২০০ কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছিল৷কিন্তু অর্থমন্ত্রক সেটি অনুমোদন করেনি৷ রাজ্যে একটি সাংসৃকতিক হাব তৈরি করা সম্ভব হলে যাবতীয় সংসৃকতির প্রচার ও প্রসার ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷


প্রসঙ্গক্রমে তথ্য সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সরকারি চাকরির উপর নির্ভর করে আমরা ত্রিপুরাকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো না৷ যে যেসব ক্ষেত্রে কাজ করেন সেসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য সংসৃকতি মন্ত্রী৷ তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আত্মনির্ভর ত্রিপুরা না গড়ে উঠবে ততদিন পর্যন্ত আমরা আত্মনির্ভর হতে পারব না৷ প্রত্যেকে নিজের কর্মস্থলে সঠিকভাবে কাজ কর্ম করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷