শারজা, ১ অক্টোবর (হি.স) : এবারের আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করল তারা। চেন্নাইয়ের হয়ে রেকর্ডও গড়লেন উইকেটরক্ষক ধোনি।
গতবারের আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই। এবার শুরু থেকেই ছন্দে ছিল দল। প্লে অফেও পৌঁছে গেল তারা। দলের জয়ের সঙ্গে রেকর্ডও এসেছে ধোনির দস্তানায়। আইপিএল-এ একটি দলের হয়ে ১০০টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন ধোনি। এর আগে কোনও আইপিএল-এ একটি দলের হয়ে কেউ ১০০টি ক্যাচ নিতে পারেননি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ নিয়েই এই রেকর্ড গড়েন ধোনি।
ধোনির খুব কাছে রয়েছেন সুরেশ রায়না এবং কায়রন পোলার্ড। রায়না চেন্নাইয়ের হয়ে ৯৮টি ক্যাচ নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯৪টি ক্যাচ নিয়েছেন পোলার্ড। আইপিএল-এ উইকেটরক্ষকদের মধ্যে সব চেয়ে বেশি শিকার ধোনিরই। এখনও অবধি ১১৯টি ক্যাচ এবং ৩৯টি স্টাম্প করেছেন তিনি।

