নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৩ টাকা বাড়ালো পেট্রোলিয়াম কোম্পানিগুলি। মূল্যবৃদ্ধির পর দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৭৩৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ১ হাজার ০৫ টাকা ৫০ পয়সা। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য।
এর আগে গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৭৫ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সামনেই উৎসবের পরশুম, তার আগে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত।