BRAKING NEWS

ত্রিপুরা : বজ্রপাতে ঝলসে গেছে বিদ্যুৎকর্মীর দেহ

আগরতলা, ২৫ মে (হি.স.) : বজ্রপাতে ঝলসে গিয়েছেন এক যুবক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী মহামণি দেববর্মা (২১) বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন।

তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়াছড়া এলাকার বাসিন্দা মহামণি দেববর্মা আজ মঙ্গলবার বেলা প্রাষ় একটা নাগাদ মুঙ্গিয়াকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলিজের প্রজা বাহাদুর মলসমপাড়ায় বজ্রপাতে আহত হন। কয়েকজন উপজাতি যুবক প্রতিদিনের মতো এদিনও নুনাছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের কাজে গিয়েছিলেন। বিদ্যুৎ সংযোজন ছিন্ন করে প্রত্যেকে যার যার কাজে হাত দেন। বৈদ্যুতিক খুঁটির ওপর ওঠে কাজ করছিলেন মহামণি দেববর্মা। তখনই হঠাৎ বজ্রপাত হয়। বজ্রাঘাতে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মাটিতে পড়ে যান তিনি। অন্যান্য শ্রমিকরা তাঁকে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর দেহের প্রায় পঞ্চাশ শতাংশ ঝলসে গেছে। মহামণি বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *