BRAKING NEWS

একবালপুর থানায় এলাকায় কড়া নাকা চেকিং পুলিশের

কলকাতা, ১৯ মে ( হি. স.) :  করোনা হানায় কপালে ভাঁজ আমজনতা থেকে প্রশাসনের। তবে এই পরিস্থিতিতে সচেতনতা আর কোনও পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। ইতিমধ্যে সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে শুরু হয়েছে লকডাউন।   বুধবার লকডাউনের চতুর্থ দিন। লকডাউন সফলতায় অত্যন্ত কড়া কলকাতা পুলিশ। বুধবার সকাল থেকেই একবালপুর থানায় নাকা নাকা চেকিং পুলিশের। 

দেশ কিংবা রাজ্য সর্বত্রই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়বাড়ন্ত ঠেকাতে রবিবার থেকে রাজ্য শুরু হয়েছে লকডাউন। চলবে ৩০ মে পর্যন্ত। লকডাউনের জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। বন্ধ রাখতে বলা হয়েছে স্কুল কলেজ বেসরকারি প্রতিষ্ঠানগুলো। জরুরী পরিষেবায় যারা যুক্ত তারাই একমাত্র বেরোতে পারবে রাস্তায় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই পরিস্থিতিতে লকডাউন সফলতা অত্যন্ত কড়া কলকাতা পুলিশ। লকডাউন্ডে চতুর্থ দিন শহরের বিভিন্ন রাস্তার কড়া নাকা চেকিং পুলিশের। একবালপুর থানায় এলাকায় ওলিতে-গলিতে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। ছোট গাড়ি থেকে বড়ো গাড়ি কি কারণে রাস্তায় বেরিয়েছে সমস্ত তথ্য জানতে চাওয়া হচ্ছে পুলিশের তরফে। পাশাপাশি রাস্তায় বেরোনোর জন্য উপযুক্ত কারণ না দেখলে ছাড়া হচ্ছে না গাড়ি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *