BRAKING NEWS

৬ মিনিটের সংক্ষিপ্ততম অনুষ্ঠান, শপথ নিলেন মমতা সরকারের ৪৩ জন মন্ত্রী

কলকাতা, ১০ মে (হি.স.): কোভিড পরিস্থিতিতে সংক্ষিপ্ততম শপথ গ্রহণ অনুষ্ঠান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। সোমবার রাজভবনের ঐতিহ্যবাহী থ্রোন হলে কোভিড বিধি মেনে শুরু হয় নবনির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একে একে শপথ নেন ৪৩ জন মন্ত্রী। ভার্চুয়ালি ৩ জন মন্ত্রী-অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ শপথ নিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নিয়েছেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ নিয়েছেন অমিত মিত্র। সীমিত সংখ্যক অতিথিদের এই দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নিয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী। ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নিলেন প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে অনুষ্ঠান, তাই আলাদা করে নয়, এক সঙ্গেই শপথ নিলেন মন্ত্রীরা। কোভিড পরিস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয় মাত্র ৬ মিনিটে।  

দেখে নেওয়া যাক তৃতীয় মমতা সরকারের মন্ত্রী তালিকা
মমতার সরকারের যে ৪৩ জন মন্ত্রী ঠাঁই পেয়েছেন তাঁদের মধ্যে অভিজ্ঞ ২৭ জন, একদম নতুন ১৬ জন। পূর্ণমন্ত্রী ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং ৯ জন প্রতিমন্ত্রী।

পূর্ণ মন্ত্রী
১. সুব্রত মুখোপাধ্যায়
২. পার্থ চট্টোপাধ্যায়
৩. অমিত মিত্র
৪. সাধন পাণ্ডে
৫. জ্যোতিপ্রিয় মল্লিক
৬. বঙ্কিমচন্দ্র হাজরা
৭. মানসরঞ্জন ভূঁইয়া
৮. সৌমেন মহাপাত্র
৯. মলয় ঘটক
১০. অরূপ বিশ্বাস
১১. উজ্জ্বল বিশ্বাস
১২. অরূপ রায়
১৩. রথীন ঘোষ
১৪. ফিরহাদ হাকিম
১৫. চন্দ্রনাথ সিনহা
১৬. শোভনদেব চট্টোপাধ্যায়
১৭. ব্রাত্য বসু
১৮. পুলক রায়
১৯. শশী পাঁজা
২০. গোলাম রব্বানি
২১. বিপ্লব মিত্র
২২. জাভেদ আহমেদ খান
২৩. স্বপন দেবনাথ
২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী  
১. বেচারাম মান্না
২. সুব্রত সাহা
৩. হুমায়ুন কবীর
৪. অখিল গিরি
৫. চন্দ্রিমা ভট্টাচার্য
৬. রত্না দে নাগ
৭. সন্ধ্যারাণী টুডু
৮. বুলু চিক বরাইক
৯. সুজিত বসু
১০. ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী
১. দিলীপ মণ্ডল
২. আক্রুরুজ্জামান  
৩. শিউলি সাহা
৪. শ্রীকান্ত মাহাত
৫. সবিনা ইয়াসমিন
৬. বীরবাহা হাঁসদা
৭. জ্যোৎস্না মান্ডি
৮. পরেশচন্দ্র অধিকারী
৯. মনোজ তিওয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *