পানাজি, ১০ মে (হি.স.): প্রয়াত হলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ফরচুনাতো ফ্র্যাঙ্কো। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। গোয়া থেকে একমাত্র অলিম্পিয়ান ছিলেন ফরচুনাতো ফ্র্যাঙ্কো। করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি। পরে রিপোর্ট নেগেটিভও এসেছিল। গত কয়েকদিন ধরেই গোয়ার একটি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে ফুটবলপ্রেমীদের শোকস্তব্ধ করে না-ফেরার দেশে চলে গেলেন ফরচুনাতো ফ্র্যাঙ্কো।
ভারতীয় ফুটবলে সত্তরের দশকে ফ্র্যাঙ্কো ছিলেন অন্যতম সেরা ফুটবলার। পি কে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, তুলসীদাস বলরামদের দলকে ভারতীয় ফুটবলের ‘সোনালি যুগ’ বলা হত। সেই দলে নিজের জায়গা করে নিয়েছিলেন ফ্র্যাঙ্কো। দেশের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। প্রশান্তের সঙ্গে মিডফিল্ডে ভয়ঙ্কর জুটি তৈরি করেছিলেন।