BRAKING NEWS

নির্বাচন কমিশনকে ‘রক্ত-পিপাসু’র সঙ্গে তুলনা মহুয়া মৈত্রর

কলকাতা, ২৯ এপ্রিল (হি . স.) : এবার নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিশনকে ‘রক্ত-পিপাসু’র সঙ্গে তুলনা করলেন তিনি।

বাংলায় আট দফা ভোট করানোর জন্য গোড়া থেকেই রাজ্যের শাসকদল এর বিরোধিতা করেছে। করোনা যখন মাথাচাড়া দিতে শুরু করে, সেইসময় তৃণমূল বাকি ভোটগুলি এক দফায় করানোর আর্জি জানিয়েছিল। কিন্তু লাভ হয়নি কিছু। এর পর কমিশনকে কাঠগড়ায় তোলে মাদ্রাজ হাইকোর্ট।

বুধবার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন। আর এই আবহেই বৃহস্পতিবার ৪ জেলার ৩৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আর এ নিয়েই তোপ দাগেন মহুয়া মৈত্র। ট্যুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের ৩৫ আসনে ভোট। তারমধ্যে রয়েছে কলকাতার পাঁচটি ঘনবসতিপূর্ণ এলাকা। মহামারীর মধ্যেই কমিশন ভোট করাচ্ছে। যেন  রক্ত পিপাসাই কমিশনের একমাত্র চালিকাশক্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *