BRAKING NEWS

শ্রীনগর ও খিলপাড়ায় ফাঁসিতে দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর, ১১ এপ্রিল৷৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ রবিবার সকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শ্রীনগর থানাধীন আম্বেদকর কলোনি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম জয়ঋষি দাস৷ সে একজন ছাত্র৷বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে রাবার বাগান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে সে গৃহশিক্ষকের কাছে টাকা দেওয়ার জন্য বাবার কাছে ২০০০ টাকা চেয়েছিল৷ তার বাবা তাকে ১৫০০ টাকা দিয়েছিলেন৷ এ নিয়ে কিছুটা মতানৈক্য দেখা দিয়েছিল৷ শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়৷ খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না৷


রবিবার সকালে বাড়ির কাছেই রাবার বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে গিয়ে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ খবর পাঠানো হয় শ্রীনগর থানার পুলিশকে৷পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷


ফাঁসিতে ছাত্রের আত্মহত্যা সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷এদিকে চম্পকনগরে এক ইটভাটা শ্রমিক ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম রাম বলি৷সে দীর্ঘদিন ধরে চম্পকনগরে একটি ইট ভাটায় কাজ করতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷রবিবার তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করেন ঘটনার তদন্ত শুরু করেছে৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷
এদিকে, আজ রাত আনুমানিক সাড়ে এগারোটায় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত খিলপাড়া বাজার সংলগ্ণ ইয়ং সোসাইটি ক্লাবের নবনির্মিত ঘরের পিলারের রডের মধ্যে সুবেন্দু লোধ নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ রাতে বাজার পাহারাদার বাজার পাহারা দিতে আসলে কুকুরের আওয়াজ শুনে সেই নবনির্মিত ক্লাব ঘরে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পরবর্তীতে পুলিশ আসার আগে বাজারের ব্যবসায়ীরা এসে সনাক্ত করার পর সুবেন্দুর পরিবারে খবর দিলে পরিবারের সদস্যরা সুবেন্দুর দেহ সনাক্ত করেন৷

পরবর্তীতে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে ময়না তদন্তের জন্য টেপানিয়া গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন৷ আগামী কাল ময়না তদন্ত শেষে সুবেন্দুরদেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হবে৷ সুবেন্দুর এক মেয়ে, বয়স(পাঁচ) খিলপাড়াস্থিত চিলড্রেন্সএকাডেমির নার্সারিতে পড়ে৷ সুবেন্দুর মৃত্যুতে খিলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন৷


রাজধানী আগরতলা শহরের কদমতলী এলাকায় আজ সকালে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিজ বাড়ির বারান্দা থেকেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ মৃত মহিলার নাম বাসনা ভট্টাচার্য৷পারিবারিক সূত্রে জানা গেছে আজ সকালে ঘুম থেকে উঠেই পরিবারের লোকজন দা বারান্দার মধ্যে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তারা খবর দেন আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশকে৷
পুলিশ এসে সেখান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷এটি অস্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এটি কোন হত্যাকাণ্ডের ঘটনা কিনা তা জানতে চাওয়া হলে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই বলতে পারবে না৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *