BRAKING NEWS

পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত তিনজন, অল্পেতে রক্ষা পেল রেল

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ রেল ব্রিজ থেকে প্রায় ৬০ ফুট নিচে রেল রাস্তার পাশে পড়ে যায় টি আর ০৭ ১৬৬২ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অধীন ননজলা রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এই বোলেরো পিকআপ গাড়ি নিয়ে গাড়ির চালক সুমন মিয়া (৩৫) রেল ব্রিজের উপর দিয়ে যাবার সময় গাড়ি উল্টে প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচে রেল লাইনের পাশে পরে যায়৷


আহত হয় চালক সুমন মিয়া৷ ভোরবেলায় ননজলা এলাকার মানুষ রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় এসে এই ঘটনা দেখতে পায়৷ এলাকাবাসীরা জানিয়েছে রেল রাস্তায় পড়লে রেল চলাচলে বিঘ্ন হত৷ একেবারে রেল রাস্তার গা ঘেঁষে পড়েছে গাড়িটি৷ সকালবেলায় একটি রেল গিয়েছে এই রাস্তা দিয়ে৷ রেলটি অল্প কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে বোলেরো পিকআপ গাড়ির অবস্থা দেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা৷ তবে বড়দিনের কাকভোরে বিশ্রামগঞ্জ থানা এলাকায় দুটি জান দুর্ঘটনায় হতবাক এলাকাবাসীরা৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যানবাহনের গতি একটি ধারালো ছুরি যা এক নিমিষেই শেষ করে দেয় চালক এবং যাত্রীদের জীবন৷ এরপরেও চালকরা গতি নিয়ন্ত্রণ না করে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা৷


রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তর যতই দুর্ঘটনা রোধে সতর্ক থাকুন না কেন প্রত্যেক দিনই চলছে জান দুর্ঘটনা৷ শুক্রবার সকালে বিশ্রামগঞ্জ থানাদিন সুকান্ত তাঁর শিল্পা সমবায় অফিসের সামনে বড় জলা থেকে বালু বোঝাই টিআর ০১ এডি১৭৫০ নম্বরের ট্রাক রাস্তা উঠতেই আগরতলা থেকে ট্রান্সপোর্টের মাল নিয়ে উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে ট্রান্সপোর্টে গাড়িটি টিআর ০১ আই এইচ ১০৩২ নম্বরের গাড়িটি মুখোমুখি সংঘর্ষে বালুর ট্রাকটি উল্টে যায়৷ ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা ছুটে এসে ট্রান্সপোর্টের গাড়িতে থাকা চালককে প্রায় আধাঘণ্টা পর গাড়ি থেকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ প্রায় আধ ঘন্টার মতো গাড়ি চলাচল বন্ধ ছিল ন পরবর্তী সময়ে টিপার গাড়ি দিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়৷


আগরতলা খোয়াই বিকল্প জাতীয় সড়কে বামুটিয়া শম্পা রায় একে পুলিশের দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে এক যুবক বাইক নিয়ে যাচ্ছিল৷ একটি দ্রুতগামী পুলিশ গাড়ি বাইককে ধাক্কা দেয়৷ পুলিশের গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় বাইক চালক৷দুর্ঘটনার পরপরই পুলিশ কর্মী সহ স্থানীয় লোকরা আহত বাইক চালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সংটজনক হয় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷পুলিশের গাড়ির চালকের অসাবধানতার কারণেই ব্যক্তির সঙ্গে সজোরে ধাক্কা লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনায় আহত চালকের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে৷ চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন৷ পুলিশের তরফ থেকেও দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার হাত বাড়ানো হয়েছে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *