BRAKING NEWS

কিশত্বরে জঙ্গি হামলা : মৃত্যু হল গুলিবিদ্ধ আরএসএস কার্যকর্তার

শ্রীনগর, ৯ এপ্রিল (হি. স.) : জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় সন্ত্রাসবাদীদের হামলায় জখম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কার্যকর্তার মৃত্যু হল। পেশায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রকান্ত শর্মা কিশত্বর-এর জেলা হাসপাতালে ওপিডি পদে কর্মরত ছিলেন| সন্ত্রাসবাদীদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| এরপরই বিকেল চারটে নাগাদ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর| অন্যদিকে, সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও)-এর|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, কিশত্বর টাউনের স্থানীয় জেলা হাসপাতালে কর্মরত ছিলেন আরএসএস কার্যকর্তা তথা মেডিক্যাল অ্যসিস্ট্যান্ট চন্দ্রকান্ত শর্মা | আচমকাই সন্ত্রাসবাদীরা হাসপাতালে ঢুকে পড়ে এবং পার্সোনাল সিকিউরিটি অফিসারের বন্দুক ছিনিয়ে আরএসএস কার্যকর্তাকে লক্ষ্য করে গুলি চালায় | এরই মধ্যে সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় পার্সোনাল সিকিউরিটি অফিসারের| গুরুতর জখম হন চন্দ্রকান্তবাবু | হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁরও।

পুলিশ সূত্রের খবর, পেশায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রকান্তবাবু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র কার্যকর্তা| কি কারণে এই হামলা, তা তদন্ত করে দেখছে পুলিশ| সন্ত্রাসবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি| হামলার পর থেকেই কিশত্বর টাউনে কারফিউ জারি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বিজেপির মুখপাত্র সুনীল শেঠি এদিন চন্দ্রকান্ত শর্মার মৃত্যুর কথা ঘোষণা করে বলেন, “কিশত্বরে সন্ত্রাসবাদীদের গুলিতে জখম চন্দ্রকান্ত শর্মার মৃত্যু হয়েছে। কিশত্বর জেলা হাসপাতালে কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রকান্ত শর্মা আজ সন্ত্রাসবাদীদের হামলার মুখে পড়েন। সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসারের। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে জড়িত ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *