BRAKING NEWS

আবারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও এক বিদ্যুৎকর্মী

বিলোনীয়া, ১০ মে : আবারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও এক বিদ্যুৎকর্মী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাইখোড়ায় ঠিকেদারের হয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন শ্রমিক শ্যামল ত্রিপুরা(৩২)। তিনি অমরপুরের ঠিকেদার রতন পালের হয়ে কাজ করতে যান। বিদ্যুৎ পরিবাহী তারে কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁর সহকর্মীরা তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থাআশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

কিন্তু বিদ্যুৎ লাইন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *