BRAKING NEWS

বালাকোটে বিমান হানা নিয়ে প্রশ্ন, কংগ্রেস নেতা পিত্রোদাকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হানা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তীব্র আক্রমণ করে তিনি লিখেছেন, ‘বিরোধীরা সন্ত্রাস নিয়ে বরাবর প্রশ্ন তুলেছে।

বারবার তারা অপমান করেছে আমাদের বাহিনীকে।’
টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ভারতীয় বাহিনীকে অপমান করে কংগ্রেস সভাপতির সবচেয়ে ঘনিষ্ঠ পরিমার্শদাতা কংগ্রেসের হয়ে পাকিস্তানের জাতীয় দিবস উদ্যাপন শুরু করে দিলেন। লজ্জা!’জনতা মাফ নহি করেগি হ্যাশট্যাগ দিয়ে মোদী আরও লিখেছেন, ‘দেশ ইতোমধ্যেই যা জানে, এবার কংগ্রেসের রাজবংশের একনিষ্ঠ সেবন নিজেই সেটা স্বীকার করে নিলেন – কংগ্রেস সন্ত্রাসের জবাব দিতে অনিচ্ছুক। এটা নতুন ভারত। যে ভাষা সন্ত্রাসবাদীরা বোঝে, সেই ভাষাতেই আমরা তাদের জবাব দেব।’ এই ইস্যুতে একাধিক টুইট করে বিরোধীদের দিকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।


এর আগে, কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা বালাকোটের বিমান হানা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ‘নিউইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদপত্রে পড়লাম, আমরা ঠিক কীসে আক্রমণ করেছি? তাই এই নিয়ে আরও বিশদে জানতে চাই। আমরা কি সত্যিই ৩০০ জনকে মেরেছি?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *