BRAKING NEWS

ভোটের জন্য বাজেট : কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার লোকসভায় ২০১৯-২০ বর্ষের অন্তর্বর্তী বাজেটে প্রতিরক্ষা খাতে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পর কেন্দ্রকে বিঁধলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, \”অসাধারণ কিছু বরাদ্দ করেনি কেন্দ্র।\” এদিন বিমুদ্রাকরণ নিয়েও মোদী সরকারকে খোঁচা দিলেন তিনি। কটাক্ষ করে তিনি বলেন, \”যদি ২০১৬–১৭ অর্থবর্ষে বিমুদ্রাকরণের জন্য সবচেয়ে বেশি জিডিপি হয়, তাহলে এরকম হার বৃদ্ধির জন্য প্রতি বছর একবার করে বিমুদ্রাকরণ হওয়া উচিত।\” অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে তিনি বলেছেন, \”শুধু একটি কথা বলব, ভোট টানতে এই বাজেট পেশ করেছে সরকার।\”


এদিন কংগ্রেসের দফতরে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, \”প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতিবছর ১০ শতাংশ করে বরাদ্দ বৃদ্ধি নতুন কিছু নয়। এর আগেও বিগত বছরগুলিতে এইরূপ বরাদ্দ করা হয়েছে।\” প্রতিরক্ষা খাতে এবছরের বাজেটকে সবচেয়ে বেশি বরাদ্দ বলে দাবি করেছে কেন্দ্র। বিমুদ্রাকরণ বিষয়ে চিদম্বরম বলেন, ‘\”সিএসও বা কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের পেশ করা রিপোর্টে কি করে ম্যাজিকের মত নোট বাতিলের বছরে অর্থনৈতিক বৃদ্ধি এক শতাংশের মত বেড়ে গেল? আগে এনএসও বলেছিল নোট বাতিলের বছর, অর্থাৎ ২০১৬–১৭ সালে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ। অথচ ২৪ ঘন্টার মধ্যে সেই হিসেব সংশোধন করে সামনে এল নয়া তথ্য৷ সিএসও’‌র নতুন রিপোর্টে দেখা গিয়েছে বিমুদ্রাকরণের বছরে বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৮.২ শতাংশ।\” প্রাক্তন অর্থমন্ত্রী এদিন আরও বলেছেন, \”এই সরকার কর্মসংস্থান বলতে শুধু ‘পকোড়ানমিক্স’-কেই বোঝে। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ধৈর্য্যের পরীক্ষা করেছেন গত কয়েক বছরের সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তব্য রেখে। অন্তর্বর্তী নয়, এটি নির্বাচনী প্রচারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ বাজেট ছিল।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *