BRAKING NEWS

দিল্লির প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী হলেন শীলা দীক্ষিত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : দিল্লি প্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয় প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর নাম ঘোষণা করেন পি সি চাকো। এছাড়াও আরও তিনজন প্রদেশ কার্যকারী সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর হলেন দেবেন্দ্র যাদব, রাজেশ লিলোথিয়া, হারুন ইউসুফ।
অসুস্থতার জন্য দিল্লি প্রদেশ কংগ্রেসের পদ থেকে ইস্তফা দেন বছর ৫৪-র অজয় মাকেন। বিগত চার বছর ধরে দিল্লির প্রদেশ সভাপতির পদে থাকার পর ৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি। তারই স্থলাভিষিক্ত হলেন বর্ষীয়ান নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।

নতুন সভানেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অজয় মাকেন। এক শুভেচ্ছা বার্তায় অজয় মাকেন বলেন, ‘শীলা দীক্ষিতের নেতৃত্বে দিল্লিতে এবং কেন্দ্রে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে কংগ্রেস।’প্রসঙ্গত, ৮০ বছর বয়সী শীলা দীক্ষিত দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। লোকসভা নির্বাচনের আগে দিল্লির জন্য তাঁর উপরই ভরসা রাখল কংগ্রেস হাইকম্যাণ্ড। দিল্লিতে সাতটি লোকসভা আসন রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *