BRAKING NEWS

বিভিন্ন স্থানে বিস্তর পরিমান গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/  বক্সনগর/ খোয়াই, ১৪ সেপ্ঢেম্বর৷৷ মাটির নীচে মজুত রাখা বিস্তর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করেছে বিশালগড় থানার পুলিশ৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে গাঁজার মালিক পিযুশ দাসকে৷ ঘটনা বিশালগড় থানার অধীন ঘনিয়ামারা এক নং ওয়ার্ডে৷ গোপন সূত্রে বিশালগড়ের এসডিপিও মিহির লাল দাসের কাছে খবর ছিল যে পিযুশ দাসের বাড়িতে এবং আশেপাসে সে প্রচুর পরিমানে গাঁজা ব্যারেলে ভরে মাটির নীচে চাপা দিয়ে রেখেছে পাচারের জন্য৷

এই খবর পেয়ে বিশালগড়ের এসডিপিও এবং পুলিশ কর্মীরা ঐ এলাকায় অভিযান চালায়৷ অভিযানে ব্যারেলে ভরে মাটির নীচে লুকিয়ে রাখা ২৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে পিযুশ দাসকে৷ অন্যদিকে, কলমচৌড়া থানার পুলিশ এবং স্থানীয় ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বক্সনগর সোনামুড়া প্রধান সড়কের পাশে মণির হুসেন এবং দুলাল মিয়ার বাড়িতে তল্লাসী চালিয়ে ২০৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে৷

এদিকে, শুক্রবার সন্ধ্যায় ৪৮ ব্যাটেলিয়ান বিএসএফ ও খোয়াই থানার প লিশ যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আবারও দুই গাড়ি সহ ৫ লক্ষ টাকার গাঁজা আটক করল৷ খোয়াই থানার সি কৃষ্ণধন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিঙ্গিছড়াতে উৎপেতে ব সে বিএসএফ এবং পুলিশ৷ খোয়াই থেকে কমলপুরগামী টিআর০১ওয়াই-০৬২৯ স্করপিও গাড়ি ও এএস১২ই-০৭৮৩ নম্বরের টাটা সোমো গাড়ি আটক করে৷ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি গাঁজা আটক করে৷ গাড়িসহ গাঁজা আটক করলেও চালক গাড়ি ফেলে পালিয়ে যায়৷ পরে বিএসএফ এঠবং পুলিশ দুটি গাড়িকে বিএসএফ-এর ৪৮  নং পোস্টে নিয়ে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *