BRAKING NEWS

বি আর আম্বেদকর ছাত্রাবাসে র্যাগিং, গুরুতর আহত দুই, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ শহরের বিআর আম্বেদকর ছাত্রাবাসে র্যাগিংয়ের অভিযোগ এনে সুবিচারের জন্য পুলিশের দ্বারস্থ হল আবাসকি ছাত্ররা৷ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যেও রীতিমতো দুঃশ্চিন্তার সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐ হোস্টেলের সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদের উপর নির্মমভাবে র্যাগিং করছে৷ গত প্রায় এক দেড় বছর যাবৎ এই র্যাগিং হয় বলে আক্রান্তা জুনিয়র ছাত্ররী পুলিশের কাছে জানিয়েছেন৷

সংবাদে প্রকাশ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে ছোট ক্লাসের ছাত্ররা হোস্টেলের ছাদে উঠিছল৷ তখন পড়ার সময় ছিল৷ কিন্তু,কয়েকজন ছাত্র ছাদে গিয়েছিল৷ ছাদে কেন গেল তারা এই অপরাধে বড় ক্লাসের ছাত্ররা তাদের বেধরক মারধর করে বলে অভিযোগ৷ এর ছাত্রের হাতে মারাত্মক আঘাত লাগে৷ এমনও অভিযোগ উঠেছে সে টিউব লাইট ভেঙে মারধর করা হয়৷ তাতে রক্তাক্ত হয়েছে এক ছাত্র৷

এই ঘটনার ব্যাপারে অভিভাবকরা অবহিত হলে দুশ্চিন্তায় পড়ে যান তারা৷ বিষয়টি নিয়ে পুলিশের কাছে যায় ছাত্ররা৷ রাজেশ কর (একাদশ শ্রেণি) এবং পরেশ দাস (দ্বাদশ শ্রেণি) নামে দুই ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে৷ এদিকে, ছাত্রদের অভিযোগ এই র্যাগিংয়ের ব্যাপারে সুকলের প্রধানশিক্ষক এবং হোস্টেল কর্তৃপক্ষের কাছে নালিশ জানালেও ঐ দুই ছাত্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাই আক্রান্ত ছাত্ররা সুবিচার চাইতে থানায় পৌঁছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *