BRAKING NEWS

মেক্সিকোয় টেক-অফের সময় ভেঙে পড়ল বিমান, আহত শতাধিক যাত্রী

মেক্সিকো, ১ আগস্ট (হি.স.) : উত্তর মেক্সিকোর দুরাঙ্গোয় বিমান টেক-অফের সঙ্গে সঙ্গেই প্রবল হাওয়ার ঝাপটায় সেটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় বিমানে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় আহত হন প্রায় ৮০ জন।

দেশের পরিবহণমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা জানিয়েছেন, ৯৭জন যাত্রী ও ৪জন ক্রু-কে নিয়ে বিমানটি দুরাঙ্গো থেকে মেক্সিকো সিটিতে যাত্রা করছিল। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়েছে জরুরি পরিষেবা বিভাগ, সেনাবাহিনী ও রেড ক্রস। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের পরিবহণমন্ত্রী জেরারদো রুইজ এসপারজা জানিয়েছেন, ৯৭জন যাত্রী ও ৪জন ক্রু-কে নিয়ে বিমানটি দুরাঙ্গো থেকে মেক্সিকো সিটিতে যাচ্ছিল। স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়েছে জরুরি পরিষেবা বিভাগ, সেনাবাহিনী ও রেড ক্রস। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এরোমেক্সিকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *