BRAKING NEWS

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত পাঁচ

মুম্বই, ১ জুলাই (হি.স.) : ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। ঘটনাটি মহারাষ্ট্রের ধুলে জেলার। পুলিশের বক্তব্য, ছেলেধরা চক্র সন্দেহে গ্রামবাসীরা ওই পাঁচজনকে গণপিটুনির জেরে মৃত্যু হয়।
রবিবার রাইনপদা গ্রামে ওই পাঁচজন বাস থেকে নামেন। একজন গিয়ে এক শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সাপ্তাহিক বাজারের জন্য সেইসময় সেখানে অনেকে উপস্থিত ছিল। শিশুর সঙ্গে কথা বলতে দেখে পাঁচজনকে ঘিরে ফেলে তারা। এরপর ছেলেধরা সন্দেহে ওই পাঁচজনকে মারধর শুরু হয়। গণপিটুনির জেরে পাঁচজন মারা গিয়েছে। জানা গিয়েছে, ওই পাঁচজনের সঙ্গে আরও দু’জন ছিলেন। তবে কোনওরকমে সেখান থেকে পালান। মৃতদের বাড়ি মহারাষ্ট্রের সোলাপুর জেলায়। কেন তাঁরা রায়পদ গ্রামে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৫ জনকে ধরেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে গুজব ছড়ায় যে ওই এলাকায় ছেলেধরারা ঘোরাফেরা করছে। সেই গুজবের জেরে ওই পাঁচজনকে পিটিয়ে মারে গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *