BRAKING NEWS

দুর্নীতি আড়াল করতে বাগমা পঞ্চায়েত কার্যালয়ে নাশকতা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুন৷৷ রাজ্যে বামশাসনে পঞ্চায়েত কারযালয়গুলি দুর্নীতির আখড়া ছিল বলে অভিযোগ৷ আর নতুন সরকার আসার পর দুর্নীতির তথ্য বেরিয়ে আসার আতঙ্কে ত্রাহি রব উঠেছে পঞ্চায়েত স্তরে৷ যাবতীয় নথিপত্র নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে বেশি কিছু দিন ধরে৷ নথিপত্র গায়েব করার চেষ্টার অঙ্গ হিসাবে উদয়পুর মহকুমার ঘিরাই বাগমা পঞ্চায়েত অফিসে আগুন দরিয়ে দেওয়া হয়েছে৷ শুক্রবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত কার্যালয়ে৷ খবর পেয়ে শনিবার ভোরে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে৷ কিন্তু ততক্ষণে সব ছাই হয়ে গেছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চায়েত কার্যালয়ে আনুমানিক রাত পৌনে তিনটা নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়৷ অগ্ণিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে৷ ঘটনার খবর পাওয়ার পর পঞ্চায়েত কার্যালয়ের সামনে দমকল বাহিনী কর্মীদের আসতে প্রায় ভোর চারটা হয়ে যায়৷ এই সময়কালের মধ্যে পঞ্চায়েত কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে৷ ভেতরে কোন কাগজপত্র আর নেই৷ সব শেষ হয়ে গেছে৷ পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ সংশ্লিষ্ট থানা এবং অগ্ণিনির্বাপক দপ্তর পৃথক ভাবে ঘটনার তদন্ত করছে৷ তবে প্রাথমিক তদন্তে নাশকতার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে রাজ্যের অন্যান্য স্থানেও এই ধরনের ঘটনা ঘটতে পারে৷ অবিলম্বে এই বিষয়ে প্রশাসনকে সতর্ক হতে হবে বলে দাবি জনতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *