BRAKING NEWS

কেরল জুড়ে নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’, মৃত্যু আরও ছ’জনের

কোঝিকোড়ে, ২১ মে (হি.স.): কেরল জুড়ে নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’ অব্যাহত| কেরলে সোমবার বিকেল পর্যন্ত নিপাহ ভাইরাস থেকে হওয়া জ্বরে মৃত্যু হল আরও ছ’জনের| সোমবার কোঝিকোড়ে জেলা কালেক্টর এমনটাই জানিয়েছেন| নিপাহ ভাইরাস ‘আতঙ্ক’-র জেরে কেরল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে| সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর সীমান্তবর্তী জেলা, যথাক্রমে নীলগিরি এবং কোয়েম্বাটুরেও| স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেরলের কোঝিকোড়ে জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন লিনি (৩১) নামে একজন নার্স| এছাড়াও কোঝিকোড়ে জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক পরিবারের তিনজন সদস্য| এই রোগের সঙ্গে এখনও মোকাবিলা করছেন আরও আটজন| জ্বরে আক্রান্তদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে| আক্রান্তদের বাড়ির পাশাপাশি বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে|

কেরলের স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন জানিয়েছেন, ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ থেকে বিশেষজ্ঞদের একটি দল সোমবারই কোঝিকোড়ে পৌঁছয়| এই ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে সে জন্য সবরকম চেষ্টা আমরা করছি|’ রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *