BRAKING NEWS

নিদ্রাভঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, মহারাজগঞ্জে উদ্ধার বিস্তর পলিব্যাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে ৷৷ অবশেষে নিন্দ্রাভঙ্গ হল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের৷ পলিথিনের ভয়াবহতা হয়তো অনুভব করছে পর্ষদ৷ তাই, শুক্রবার আগরতলায় মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে প্রচুর পলিথিন ব্যাগ উদ্ধার করেছেন পর্ষদের আধিকারিকরা৷ সাথে ব্যবসায়ীদের সর্তক করেছেন, ভবিষ্যতে পলিথিন ব্যাগ ব্যবহার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

পলিথিন ব্যাগ রাজ্যে নিষিদ্ধ৷ তা সত্বেও দীর্ঘ সময় ধরে সাড়া রাজ্যেই পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে৷ প্রশাসন এমনকি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও কুম্ভনিন্দ্রায় ছিলো৷ পর্ষদের জনৈক আধিকারিক কিছুদিন আগে জানিয়েছিলেন, পুর্বতন সরকারের আমলে পলিথিন বিরোধী অভিযানে ততটা উৎসাহ মিলতো না৷ প্রশাসনের তরফে কোনও নিরাপত্তা দেওয়া হতো না৷ ফলে, পলিথিন ব্যাগ উদ্ধারে নেমে অনেক সময় ব্যবসায়ীদের রক্তচক্ষুর মুখে পড়তে হয়েছে৷ ফলে, পলিথিন বিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো৷

সূত্রের খবর, সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পলিথিন বিরোধী অভিযানে নামার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ অভিযানে পর্ষদের আধিকারিকদের সব রকম নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই ভিত্তিতে শুক্রবার আচমকা অভিযানে নামে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ সাথে ছিলেন পশ্চিম থানার পুলিশ ও পশ্চিম জেলা প্রশাসনে আধিকারিকরা৷ পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজারে প্রায় সবকটি দোকানেই পলিথিন ব্যাগ উদ্ধার হয়েছে৷ সমস্ত পলিথিন ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাশাপাশি পলিথিন ব্যাগ ব্যবহার অপরাধ সেকথা ব্যবসায়ীদের বোঝানো হয়েছে৷ ভবিষ্যতে পলিথিন ব্যাগ উদ্ধার হলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীদের সর্তক করেছে পর্ষদ৷ এদিনের অভিযানে ব্যবসায়ী মহল অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন৷ পর্ষদের বক্তব্য, অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া যাবে না৷ ফলে তাদের ক্ষোভকেও গুরুত্ব দেওয়া হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *