BRAKING NEWS

ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি জোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ সকাল ১০ঃ৩০ টা৷ সম্ভবত বিজেপি জোট সরকার গঠন করতে চলেছে৷ এখন পর্যন্ত ভোটের ফলাফল সেই ইঙ্গিতই বহন করছে৷ প্রাপ্ত আসনের নীরিখে বামফ্রন্ট ২৪টি এগিয়ে রয়েছে বলে খবর৷ পক্ষান্তরে বিরোধী বিজেপি জোট শূণ্য থেকে ৩৫ আসনে এগিয়ে রয়েছে৷ অন্যদিকে, জাতীয় কংগ্রেস তার প্রাসঙ্গিকতা সম্পূর্ণভাবে এরাজ্যে হারিয়েছে বলে মনে হচ্ছে৷ প্রাপ্ত আসনের অগ্রগতি পর্যালোচনায় দেখা যাচ্ছে সিপিএম দল তার সেই সাংগঠনিক শক্তি অনেকটাই হারিয়েছে৷ কিন্তু বিজেপি তার সংগঠন ব্যাপকভাবে বিস্তার করতে পেরেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ যদিও বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন ত্রিপুরায় বিজেপি সেনতৃত্বাধীন সরকারই গঠিত হতে চলেছেন৷ একই কথা বলেছেন নেডার চেয়ারম্যান ড হিমন্ত বিশ্ব শর্মা৷ রাম মাধব ও ড হিমন্ত বিশ্ব শর্মা শনিবার সকালেই দলীয় কার্যালয়ে ঘাঁটি গেড়ে অবস্থান করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *