BRAKING NEWS

সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তর জন্য দায়ী সোশ্যাল মিডিয়া : ল্যাফটেন্টে জেলারেল দেবরাজ আনবু

উধমপুর (জম্মু ও কাশ্মীর), ১৪ ফেব্রুয়ারি (হি.স.): উপতক্যায় জঙ্গিদের বাড়বাড়ন্তের পেছনে সোশ্যাল মিডিয়া অনুঘটকের কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর নর্থদান কম্যান্ডার লেফটেন্যান্ট জেলারেল দেবরাজ আনবু। বুধবার কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাস বেড়ে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া দায়ী। যুব সমাজের একটা বড় অংশকে সন্ত্রাসবাদ সঙ্গে যুক্ত করার জন্য দায়ী সোশ্যাল মিডিয়া। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা উচিত। ল্যাফটেন্টে জেলারেল দেবরাজ আনবু আরও বলেন, আমরা বিষয়টিকে সাম্প্রদায়িক করছি না। যারা এই ধরণের মন্তব্য করছে তারা ঠিক করে সেনাবাহিনীকে জানেন না। শত্রুপক্ষ হতাশ হয়ে পড়েছে। যখন তারা সীমান্তে ব্যর্থ হচ্ছে তখন তারা ছাউনিতে হামলা চালাচ্ছে। কাশ্মীরের যুবকেরা সন্ত্রাসবাদী সংগঠনে নাম লেখাচ্ছে। বিষয়টি উদ্বেগের এবং গুরুত্ব সহকারে দেখা উচিত।

লেফটেন্যান্ট জেলারেল দেবরাজ আনবু মনে করেন হিজবুল মুজাহিদিন, জৈশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মধ্যে কোনও ফারাক নেই। তাদের প্রত্যেকের লক্ষ্য এক। যারা বন্দুক ধরবে এবং রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করবে তারাই সন্ত্রাসবাদী এবং তাদের বিরুদ্ধে লড়বে সেনাবাহিনী। উল্লেখ্য, সম্প্রতি জম্মুর সুঞ্জওয়ানে বিএসএফ ছাউনিতে হামলা চালায় লস্কর-ই-তৈবার জঙ্গিরা। এতে শহিদ হন ৬ জন জওয়ান এবং ৪ জন জঙ্গি নিহত হয়। এর মধ্যেই শ্রীনগরে করননগরে সিআরপিএফ ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *