BRAKING NEWS

ঠাণ্ডার কনকনানি অব্যাহত রাজধানীতে, কুয়াশার দাপটে বাতিল ১৬টি ট্রেন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ঠাণ্ডার কনকনানি অব্যাহত রাজধানীতে| শুক্রবার সকালে শীতল পরশে ঘুম ভাঙল দিল্লিবাসীর| এককথায় জমিয়ে শীত টের পাচ্ছেন দিল্লি এনসিআর-এর মানুষজন| এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত রাজধানীতে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ| ঠাণ্ডার মধ্যেই আবহবিদদের পূর্বাভাস, আগামী ১২ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে| বৃষ্টি হলেই রাজধানীর তাপমাত্রা আরও নামতে পারে| বৃহস্পতিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস| শুক্রবার কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ|

এদিকে, ‘ভিলেন’ কুয়াশার দাপট এখনও অটুট উত্তর ভারত জুড়ে| শুক্রবার দিল্লি-বাউন্ড ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে, নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলেছে ২০টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের| রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন অসংখ্য রেল যাত্রী| অধিকাংশ রেলযাত্রীই গন্তব্যে পৌঁছতে পারেননি নির্দিষ্ট সময়ের পূর্বে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *