BRAKING NEWS

হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন| সস্তায় দেশবাসীকে বিমানে চড়াতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার| বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এ কথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, সস্তায় দেশবাসীকে বিমানে চড়াতে বদ্ধপরিকর সরকার| হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন| এখন বিমানবন্দরের সংখ্যা যা, তার থেকে ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে|
নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটেও বঞ্চিত হল বাংলা| বৃহস্পতিবার বাজেট ঘোষণায় বাংলার জন্য লোকাল ট্রেন বা মেট্রো প্রকল্প নিয়ে কোনও কথাই বললেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাংলার কপালে কোনও কিছু না জুটলেও, বেঙ্গালুরু মেট্রো, মুম্বইয়ের লোকাল ট্রেনের জন্য মোটা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| ২০১৭ সাল থেকেই সাধারণ বাজেটের সঙ্গে মিশে গিয়েছে রেল বাজেট| ২০১৮-২০১৯ অর্থবর্ষের সাধারণ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ১ লক্ষ ৪৮ কোটি টাকা বরাদ্দ হবে রেল প্রকল্পে| ১৮ হাজার কিলোমিটার ডবল লাইন করা হবে| ২০১৯ সালের মধ্যে ৪ হাজার কিলোমিটার নতুন রেললাইন পাতা হবে|
২০১৭ সালে বহুবার লাইনচ্যুত হয়েছে ভারতীয় রেল| রেল যাত্রীর নিরাপত্তা ও রেলের পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে| বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, রেলের নিরাপত্তা হল প্রথম নীতি| রেলের ট্র্যাকের নজরদারি বাড়ানো হবে| দিনে ২০ হাজার মানুষ যাতায়াত করেন, এমন সব স্টেশনে চলমান সিঁড়ি থাকবে| ৬০০ স্টেশনের উন্নয়ন করা হবে| অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, মুম্বই-আহমেদাবাদ ৱুলেট ট্রেনের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে ভদোদরায়| পূর্ব করিডোরে সমস্ত রেললাইনকে ব্রডগেজ করা হবে| বেঙ্গালুরু মেট্রোর জন্য ১৭ হাজার কোটি, মুম্বইয়ের লোকাল ট্রেনের জন্য ১১ হাজার কোটি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে| এছাড়াও মুম্বইয়ের পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *