BRAKING NEWS

আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে, ভিওয়াণ্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি দোকান

ভিওয়াণ্ডি (থাণে), ৩১ জানুয়ারি (হি.স.): আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে| বুধবার সকালে মহারাষ্ট্রের থাণে জেলার ভিওয়াণ্ডি শিল্পাঞ্চলে, গায়েত্রী নগর এলাকায় অবস্থিত একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| মুহূর্তের মধ্যে গোডাউনের আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বেশ কয়েকটি দোকান ও কুঁড়েঘরে| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ভিওয়াণ্ডি, কল্যাণ এবং উল্লাসনগর টাউনশিপ থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায়| দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের লেলিহান শিখায় অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে| তবে, স্বস্তি হল-অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

থাণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল-এর প্রধান সন্তোষ কেদাম জানিয়েছেন, বুধবার সকাল ছ’টা নাগাদ ভিওয়াণ্ডি শিল্পাঞ্চলের গায়েত্রী নগর এলাকায় অবস্থিত একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ভিওয়াণ্ডি, কল্যাণ এবং উল্লাসনগর টাউনশিপ থেকে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায়| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|

উল্লেখ্য, বিগত প্রায় একমাস ধরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে মহারাষ্ট্রে| সম্প্রতি মুম্বই সেশন আদালত এবং সিনেভিস্তা স্টুডিওতে আগুন লাগে| তার আগে চলতি মাসের ৯ তারিখ মুম্বইয়ের রিয়ে রোডে অবস্থিত গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় অন্তত সাতটি দোকান| এখানেই শেষ নয়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে বিধ্বংসী আগুন লাগে| ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *